* বিরহীনী রাই *
____________

সে যে ,কৃষ্ণ বক্ষ বিলাসিনী,
লোকে যতই বলুক তারে কৃষ্ণ কলঙ্কিনী!

শ্যামের বাঁশির সুরে পাগলিনী ,
যমুনার তীরে  রয়েছে বসে একাকিনী।

বিরহ অনলে হৃদয় পুড়ে হচ্ছে  ছাই!
আপন ভোলা মন তাহার, সে যে  বিরহিনী রাই।

পাগলিনী সম শ্রী রাধিকা করিছে বিলাপ,
হায় সখী ! এ কি ঘটিল প্রমাদ?
হৃদয় হনন করিয়া কোথা গেলে  প্রাণ নাথ?

ওহে,সখী চিত্রা, কোথা যাই বল?
কোথা গেলে পাবো তারে,
কেনো সে করিছে ছল?

ওহে অন্তর্যামী, তোমাতে হৃদয় সপিয়াছি আমি,
তুমি আছো তাই আছি আমি।

তোমা বিনা কে বুঝিবে মর্মের ব্যাথা,
তুমি বিনা কে শোনাবে  প্রেমময় রূপকথা ?

তুমি বিনা কে  আছে মোর ? বলো ওহে দয়াময়,
মিছে কেনো করো ছল, ওহে গুনময়?

জীবন মরন সকলি তোমার চরণে,
শান্ত করো হৃদয়  প্রভু তোমায় দর্শনে।