রাধা কৃষ্ণ
_______
কলমে_পূজা চক্রবর্তী

যে রাধার প্রেমে মুগ্ধ বিশ্ব সংসার,
সেই রাধাই শ্রী কৃষ্ণের প্রেমের মূল আঁধার।

কৃষ্ণ হিনা রাধিকা ,ফুল পল্লব বিরহিত পুষ্পতরু,
শ্রী কৃষ্ণ ছিলো তার প্রেম ও পুজনীয় গুরু।

প্রভু আমি এসেছি তোমার স্মরণে,
কৃপা করে ঠাই দাও মোরে তোমাদের যুগল চরণে।

কে আছে বলো প্রভু মোর?
তুমি বিনা কেহ নাহি মোর।

তুমি আদি তুমি অনন্ত,
তোমাকে জানাই শত কোটি প্রণাম।

কৃপা সিন্ধু করো কৃপা দয়া করে,
সফল যেনো হই সাত সমুদ্র পারাপারে।

আমার কৃষ্ণ জানে আপন মনে তাহারে আমি বাসি কত ভালো,
রাধে কৃষ্ণ বিনে আধার জগৎ নেই তো কোনো আলো।