" প্রিয় "
___________




প্রিয়, তোমায় নিয়ে কাব্য লেখা ,
এক পলকের একটু দেখা
আর হলো না,আর হলো না!

তোমার ঐ মন ভোলানো মিষ্টি হাসি,
ঠিক যেনো হৃদয় চোরা শ্যামের বাঁশি।

তোমার ঐ সুমধুর নয়নের মায়াময় হাতছানি,
হৃদয় মোর বেঁধেছে গোপনে টানি।


কঠিনের মাঝে যে কোমলের -ই বাস,
তা তোমার হৃদয়ের চঞ্চলতায় প্রকাশ।

তোমার হৃদয়ের গভীর ভাঁজ,
তারই মাঝে মেঘ জমেছে,
বৃষ্টি হবে , বৃষ্টি হবে আজ।

হৃদয় বীণা , কিছু বলবে কি না?
সে তো , আমি জানি না, জানি না!

হাজার লোকের জল্পনায়,
আঁধার রাতের কল্পনায়,
থাকবো মোরা দুজনায়।

বাস্তবেতে স্মৃতির পাতায়,
নয় কো তোমার মনের খাতায় !
ঝগড়া ঝাটি, কথায় কথায়।

প্রিয়,আর হবে না দেখা ,
হয়তো আর হবে না কথা,
আর হবে না, নয়নে নয়ন রাখা!

মেঘ জমিয়ে বুকের মাঝে!
ব্যস্ত থাকবো নানান কাজে,

হঠাৎ যদি পড়ে মনে,
" ভালবাসি ভালবাসি " বলবো আনমনে।

নিদ্রাহীন নয়ন যখন,
আঁধারে খুঁজে বেড়ায় আলো,
নীরব রাত তখন প্রশ্ন করে তোমায়,
প্রিয় , বাসো কি ভালো?

তোমার অপেক্ষায় দিনের পর দিন,
ঘণ্টার পর ঘণ্টা, প্রহরের পর প্রহর।
এভাবেই কেটে যাবে বুঝি,
বছরের পর বছর?

প্রিয়, তোমায় নিয়ে কাব্য লেখা ,
এক পলকের একটু দেখা
এই জনমে ,আর হলো না,আর হলো না!

জড়িয়ে তোমার হাত দু-খানি,
বলতে আজও পারিনি আমি,
ভালোবেসেছি তোমায় প্রিয়, কত খানি?

মনের সুরে, গোলাপ হাতে,
    হৃদয় তোমার পারিনি ছুঁতে
হৃদয় ডাকছে রঙবাহারে,
   কোন সমুদ্র ? কোন পাহাড়ে?

    যেথা জেদ,রাগ, ভয়, হয় নিরাকার,
     সেথা সব রং মিলেমিশে হয় একাকার।
সেথা যাবার সাধ জাগে, হৃদয় মাঝে, বারংবার।
        
            দাড়িয়ে আছে কল্পতরু,                      
              তবু , শেষ থেকে শুরু,
  এই জনমে আর হলো না, আর হলো না !





লেখিকা _ পূজা চক্রবর্তী