প্রেম সাগরের ভাঁটা
কলমে-পূজা চক্রবর্তী
ফুল ভেবে জীবনে করেছি যে ভুল
আজ প্রাণ দিয়ে দিচ্ছি তারই মাশুল
কতো ফুল ফুটে ছিল প্রেম সাগরের তীরে
না জানি কি দোষ, সব ফুল গেল ঝরে
জানি না সে ফুলে ছিল কতো কাঁটা
তাই প্রেম সাগরে এল ভয়ানক ভাটা
ছুরি মেরে আমার এ বুকে
যদি তুমি থাকো সুখে
ততে তাই হোক,
নেই আমার কোনো শোক
রুক্ষ, শুষ্ক মনে এ মরু প্রান্তরে
আসবে কি আবার প্রেম জোয়ার এ অন্তরে?