প্রেম- প্রীতি
পিরিতীর জ্বালা সইতে নারি বালা,
ভাবনা ছিলো পিরিতি হবে বিয়ের মালা।
হঠাৎ একটি ঝড়ে প্রেম গেল দুরে সরে,
চীরতরে বন্ধ হল দোর প্রীতির ঘরে।
মন নিয়ে খেলা করে প্রেম দিলো ধোঁকা!
প্রীতি ছিলো খূব সহজ ,সরল আর বোকা!
মিথ্যে আশা, মিথ্যে ভালোবাসায় বাঁধা পরেছে এ মন!
ফিরি যবে রাজ পূরে প্রবেশ করিলো প্রেম, জীবন।
প্রীতি কাদে মনে মনে দুঃখ ওভিমানে,
প্রেমের হবে বিয়ে রাজকুমারি স্নেহার সনে।
প্রীতির জন্য প্রেমের অশ্রু ঝড়ে গোপনে!
এক সখি মুখে শুনি বিবরন,
রাজকুমারি সকলি অবগত হন।
কাঁচা বাঁশে ঘুণে ধরেছে,
রাজকুমারি মনে মনে ক্রদ্ধ হয়েছে।
স্বেচ্ছায় মহারাজের আজ্ঞা নিয়ে ,
রাজকুমারি দিলো প্রেম-প্রীতির বিয়ে।