পথহারা এক পথিক আমি,
অবুঝ হয়ে সবই মানী।

মনের দুঃখে কেঁদে বেড়াই,
যেথায় সেথায় ঘুরে বেড়াই।

কেউ বুঝে না মনের ব্যাথা,
সবই কি  ছিল তবে মুখের কথা?

এ হেন পৃথিবীতে কেনো হলো জনম,
বৃথা কাজে গেলো এই মানব জনম।

দু মুঠো ভাত এর লাগি,
কেনো মিছে দাও গালি?

তোমার খাবার পর কত ভাত ফেলো খালে,
সেইটুকু ভাত ও কি দিতে পারো না অনাথেরে?

কাজ নেই, সাজ নেই, তাই হলাম ভিখারী,
ভগবান ,তুমি কি পারো না করতে আমায় দুঃখ শিকারী।

কাজ করে না ই যদি হয় নাম,
তবে এই জীবনের রইলো কিসের দাম?

দু মুঠো ভাত এর লাগি পরে আছি তোমারই গৃহে,
পথিক বলিয়া এতই কলরব প্রভু হে।
ভাত যদি নাই দিবে তবে দাও দুর করে,
কেনো মিছে দাও গালি আমার এই অন্তরে?

পথিক তুমি সত্যই পথিক বটে,
স্বর্গ, মর্ত , পাতাল ,কোথাও তোমার ভাত না জোটে!