পোষ্ট মাস্টার
কলমে_পূজা চক্রবর্তী
___________
পোষ্ট মাস্টার,আমাদের গ্রামের ছেলে,
লোকে ভালোবেসে তাকে ওস্তাদ বলে।
চাকরি পেয়ে শহরে গেলো চলে,
শহরে গিয়ে গ্রাম কে গেলো ভুলে ।
নাম তার সূর্য্য,গ্রাম তার প্রাণ,
সে ভীষণ ভালোবাসে গান।
বন্ধুদের নয়নের মনি,সকলের ভরসা,
একমাত্র জ্বলন্ত প্রদীপ ,একমাত্র আশা।
সে তো হাজার মেয়ের ক্রাশ,
তবু মনে তার কষ্ট একরাশ।
যদিও কারণ টা আজও অজানা ,
তবে জানতে চাওয়াও আবার মানা।
ভীষণ রাগ আর জেদ তার,
সকলেই তার কাছে মানে হার।
সেলুট জানাই তোমায় পোষ্ট মাস্টার,
গ্রাম এ কিন্তু ফিরে এসো আবার।