ঋতুরাজ বসন্তের প্রাক কালে দাঁড়িয়ে
আমায় ডেকে ছিলে দু-বাহু বাড়িয়ে।
মধ্য গগনে তুমি ই লিখে ছিলে বিচ্ছেদ -
সায়াহ্নে তাই অভিমানী অনুচ্ছেদ।।



মলিন নয়ন, শুষ্ক আঁখির সুধা!
বসন্তের গোলাপ, প্রেমহীন ধূসর - সাদা,
গ্রীষ্মের দাবদাহে পুড়ে হবে ছাই,
যমুনার ধারে, কানুর বিরহে চির একাকিনী রাই।

কিছু সময়ের নয়নের মোহ,কিছু আবেগের ইতি,
নিয়তির অট্টহাসি, কলমে তবু আবেগী গতি।।
বসন্ত এসেছিল নিঃশব্দে, গোপনে,
মায়ায় জড়িয়ে,হারিয়ে গিয়েছে মধ্য নিশির স্বপনে!

ওহে হৃদয়ের পিঞ্জরে পাখি,
থেকে যেও না বলা কথা খাঁজে,
থেকে যেও আবেগী মেঘের সাঁজে।

ধুলায় মলিন আজি,বসন্তের তান।
স্তব্ধ পরিযায়ী পাখির কলতান।।

সোনার খাঁচার উড়ন্ত পাখি ,
লোহার খাঁচায় কেমন রাখি?