ভালোবাসা নাকি খুবই দামী?
            তাই এই মন বড্ড অভিমানী,

"এত রাগ ভালো না"
                     কেনো আর বলো না?

কেনো আছো দূরে সরে?
                       কেনো থাকো চুপ করে?

সোনালী আলোর ঝিকিমিকি সবুজ ঘাসে ঘাসে,
  কথা দিলাম বন্ধু আমি ছিলাম,আছি,থাকবো তোমার পাশে,

সর্বদা তোমায় সুখে রাখুক শ্রী হরি
            মনে মনে আমি এই কামনাই করি।