ভাগ্য তো তোর ছিলোই ভালো,
নিজের দোষেই সব বদলে গেলো।

একসময় ছিল তুই সকলের নয়নমনী,
ভাগ্যচক্রে হইলি এক অভাগিনী।


ভালোবেসে  প্রাণ দিলি,
বিনিময়ে কি ই বা পেলি?


ভালোবেসে জীবনটারে করলি তুই শেষ,
বিনিময়ে  জীবনে পেলি শুধু দুঃখ ক্লেশ।

অতিরিক্ত বিশ্বাস ,ভালোবাসা ,প্রেমের ফলে,
এই জীবন তোর বৃথাই চলে গেল জলে।


সত্য কথার বিনিময়ে পেলি শুধুই অপমান,
জীবনে কখনো বিসর্জন দিস না নিজের আত্মসম্মান।


মনের মানুষ তোরে যদি সত্যই ভালোবাসতো,
তবে কি তোর জীবন খানা এইভাবে শেষ হতো?