অসুখী শালিখের ব্যথা !
_________


দাঁড়াবো না রোধিয়া তোর দ্বার
সেই সাধ্য কি আছে আর ?

ধরিবো না তোর বাহু!
গাহিবো না, বিরহের গান,
ধুলায় লুটায়ে যায় বসন্তের তান!

বাঁধিবো না বাহু ডোরে,
বাঁধিবো না, বাঁধিবো না রে!
বলিব না অশ্রু সিক্ত নয়নে
' আর একটু থেকে যা এই ক্ষণে '!

করিব গোপন নয়ন জল
বলিবো আর কি বল?
হৃদয়ের কথা যদি হৃদয় না জানে,
প্রকাশ করিব তাহা, কেমনে ?

পিছু  ডাকিতে ডাকিতে ক্লান্ত আমি,
তুমি না চাহিলে পিছন ফিরে,

হেঁটে গেলে না জানি কার সাথে,
রোহিলে শুধু আমার স্বপ্ন ঘিরে;


যেই স্থানে রয়েছি, রহিব সেথা
বলিব না বিরহের কথা !
অসুখী শালিখের ব্যথা !