যার প্রয়োজন এ তুমি হয়ে ছিলে তার প্রিয়জন,
প্রিয়জন হারিয়ে গেলেও আজ ও ফুরোয়নি তার প্রয়োজন।

ইচ্ছে ছিলো, আজ তুমি আমায় লাগবে রামধনুর ওই সাত রং ,
তোমার ভালোবাসার ছোয়ায় হারিয়ে যাবে আমার এই মন।


ছুরি মেরে আমার এ বুকে,
যদি তুমি থাকো সুখে,
তবে তাই হোক! তবে তাই হোক!

কিছু অনুভূতিহীন মানুষের,কিছু অবাধ্য স্মৃতি,
বদলে দিয়ে যায় কিছু সরল মানুষের জীবনের ভিত্তি।

তুমি রূপ দেখে মানুষ চেনো মন দেখ নয়,
তাই তো আজ তোমার এত নির্মম পরিনয়!

হতে পারি আমি অস্তিত্ব হীন তোমার সাম্রাজ্যে,
কিন্তু তুমি আমার প্রেমিক এই মনের রাজ্যে।

আমার কথা পরলে মনে অশ্রু যেনো না আসে তোমার নয়ন ধারায়,
আমায় তুমি পাবে খুঁজে আকাশ মাঝে ওই তারায়।