ইচ্ছে গুলো বন্দী যখন,
তখনও মন শোনেনা কোনো বারণ,
জেদ তার অকারণ,
সব হিসেব,নিকেশ শেষে,
ফিরবে যখন মন ফাগুনের দেশে,
"ভালোবাসি তোমায় প্রিয়া"এ মনের দেশে,
বলো কিন্তু একটি বার মুচকি হেসে হেসে।
শুধু তোমাকে চাই ,শুধু তোমাকে ই চাই,
থাকতেও পারিনা বন্ধু ,ভুলতেও পারি না।
এ মন করে বড়ো জ্বালাতন শুধু তোমারি জন্য,
তোমাকে ভালোবেসে আমি হয়েছি ধন্য।