কত কবিতা হারিয়ে যায়
উপন্যাসের পাতায়,
কত অসমাপ্ত প্রেম রয়ে যায়
পুরনো ডাইরিটায়।

শুকিয়ে যাওয়া গোলাপের মাঝে
তোমায় আজও পাই খুজে।

কত পুরোনো স্মৃতি
সব হয়েছে ইতি!
কি লাভ ? কি ক্ষতি ?
ভাবিনি জীবনজ্যোতি !

কত না বলা কথা হারিয়ে যায়,
অন্য কথায় কথায়।
শিশির ভেজা  বৃষ্টি ,
করে নৃত্য নতুন সৃষ্টি ।

কত শিকারির তির,
জীবন কেড়ে নেয় কত পাখির!

কে বহন করে তার দায়?
কার কি ই বা আসে যায় ?

কতো হৃদয় পুড়ে হয় ছাই
আমরা কি জানতে চাই ?

কত পাখির ভাঙ্গে মন
ভালো আছে কতজন ?

কত দেবতার পূজা নিষিদ্ধ হয়ে যায়।
কতো বিগ্রহ গড়তে গড়তে ভেঙে যায়, হায়!
অশুচি কায়, কত পূজা অসমাপ্ত রয়ে যায়।