তোমার ঐ চোখে হারিয়ে যাবো,
তোমার মুখের হাসি হবো,
আমি শুধু তোমার, তোমারই রবো,
তোমার নয়ন জলে ভিজবো আমি,
তবু অমর রবে তোমার আমার প্রেম কাহিনী,
লোকে যদি বলে, বলুক তবে আমায় কৃষ্ণ কলঙ্কিনী ।
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
শুধু তোমাকেই ভালবাসি ওগো প্রিয়।
নদীর জল ছুয়ে যখন উরে যায় পাখি,
শুধু তোমাকেই দেখিতে চায় এই দুটি আঁখি,
তুমি জানো না রে , ওগো প্রাণও পাখি।
আমি শয়নে স্বপনে শুধু তোমাকেই দেখি,
এই হৃদয় মাঝে শুধু তোমারই ছবি আঁকি।