নতুন বছর
__________________
কলমে_পূজা চক্রবর্তী

নতুন সাজে ,নতুন রূপে
উঠুক সবাই মেতে,
সাহস বুকে এগিয়ে চলো নতুন কিছু পেতে।

নতুন  বছর কাটুক সবার ভালো,
নতুন বছরে ফুটুক নব আলো।

নতুন বছরে ফুটুক রঙিন ফুল,
নতুন বছরে মিটুক সবার ভুল।

পুরনো সব দুঃখ ,কষ্ট কে দাও  বিদায়,
নতুন বছর আসছে আবার নতুন নতুন আশায়।।