কিছু কথা*

তোমার প্রেমিকা হতে চাইনি আমি, চেয়েছি তোমার হৃদয়ের বন্ধু হতে।
প্রলেপ হতে চেয়েছিলাম ,তোমার রক্তাক্ত অশ্রুসিক্ত ক্ষতে।

রুক্মিণী হতে চাইনি আমি, আমি  তো  চেয়েছিলাম শ্রী রাধিকা হতে ,
ভাগ্যে না থাকলেও তোমার হৃদয় জুড়ে থাকতে।।


আমি চাইনি, তোমার বেচেঁ থাকার অনুপ্রেরণা কিংবা মৃত্যুর এক মাত্র কারণ হতে,
কেবল চেয়েছি, তোমার ভালো থাকার মেডিসিন হতে,


তোমার মোবাইলের স্কিন লক , ওয়ালপেপার কিংবা  পাসওয়ার্ড হতে চাইনি।
বরং হতে চেয়েছি তোমার  হৃদয়ের খনি কিংবা নয়নের মণি,

আমি চাইনি তোমার শরীর ঘেঁষা,মন মাতানো নেশা হতে
বরং চেয়েছি তোমার দিকশূন্য পথের দিশা হতে।
চেয়েছি অর্জুন গাছ কিংবা থার্মোমিটার হতে,


আমি কখনো হতে চাইনি আকর্ষণীয় পূর্ণিমার চাঁদ
বরং হতে চেয়েছি তোমায় ভরসার হাত।

আমি ভাসতে চায়নি তোমার প্রেমের স্রোতে
বরং চেয়েছি তোমার অশ্রু সমুদ্রে ডুব দিতে


এমন নয় যে , তোমায় না পেলে  মরে যাবো আমি।
তবে আমার প্রতিটি নিশ্বাসে মিশে থাকবে তুমি,

তোমার হাতে হাত রেখে সারাজীবন একসাথে পথ চলার স্বপ্ন দেখিনি।
তোমার চোখে আমি আমার ছবি আঁকিনি। তারমানে এই নয় যে, আমি তোমায় ভালোবাসিনি ।


তোমার জীবনের অক্সিজেন হতে চাইনি আমি
বরং হতে চেয়েছি ,কার্বন ডাই অক্সাইড,
যাকে ত্যাগ করে  , তবেই অক্সিজেন গ্রহণ করা যায়।

আমি তোমার প্রেমে পড়িনি ,বরং তোমার মনুষ্যত্বের প্রেমে পড়েছি, যা কেবল অনুভব করা যায় ।


এমন নয় যে তোমাকে ছাড়া আমি হাসতে ভুলে যাবো,
তবে হাসির আড়ালে চোখে কোনায় এক বিন্দু জল অবশ্যই রেখে যাবো।