বন্ধু নাকি বুঝতে পারে না বলা মনের কথা?
বন্ধু নাকি কখনো দেয়না মনে ব্যাথা?

বন্ধু মানে সুখ  দুঃখ , হাসি কান্নার সাথি
বন্ধু মানে দুটি আলাদা প্রদীপের একটি আলোর বাতি

বন্ধু আমার রুপে গুনে সেরা,
নেই তার মনে কাটা তারের বেড়া,
অভিমান করে থাকতে কি পারি,
তার ডাকে না দিয়ে সাড়া?

আমার বন্ধু, নিঃস্বার্থ,
নীরবে আমার পাশে দাঁড়িয়ে  আছে,
আজও আমার মনে সাহস দিয়ে আছে আমার পাশে।

বন্ধু আশা ভরসা না দিলে  নতুন রুপে নতুন সাজে,
হয়তো আজ থাকতাম আকাশের ঐ তারার মাঝে।