* বিগ্রহ *
____________

মনের মাঝে উথাল পাথাল
কালবৈশাখী ঝড়!

বাদল হওয়া বলে গেলো
আমার কানে কানে,
তুই বেঁধেছিস আপন সুখের ঘর,
অন্য কোনোখানে!


মনের মাঝে উথাল পাথাল
এক অজানা সংশয়,
সে কি তবে কেবলই
তোকে হারানোর ভয়?

কবিতা , সে তো মনের মাঝে সুপ্ত অনুভূতি,
ইচ্ছে করলেই পড়া যায়, লেখা যায়,
ইচ্ছে করলেই আপন মনে ভালোবাসা যায়।

কিন্তু অগ্নিগর্ভের অগ্নিশিখা, পূজা?
সে তো বিগ্রহ ছাড়া কখনোই সম্ভব নয়!