* মন মানে না *
______________

তোকে কি পেতেই হবে?
না পেলে বুঝি ভালোবাসা যায় না?

তুই যে আমার অনুভূতির বায়না,
বেঁধে  রাখলেও  তো বেঁধে রাখা যায় না!

হৃদয় তোকে কিছুতেই ভুলতে চায়না,
ছেড়ে দিলেও যে ছেড়ে দেওয়া যায় না।

তুই আমার ভোরের স্বপ্ন , তাই না?
সত্যি হয়েও যা কখনোই সত্যি হয়না ।

মিথ্যের ভিড়ে সমুদ্রের তীরে
যদি থেকে যায়, যাক না।

যদি থেকে যায়,অন্য কোনো তীরে
কেবলই আমার অশ্রু নীড়ে, তবে তাই যাক না।

সুখ পাখি যদি সুখ খুজে পায় অন্য কোনো নীড়ে
তবে সে যাক , যায় যদি  ফিরে।
দুখ পাখি দুঃখ বিনে আর কিছু নাহি চায় রে.....

তুই যে আমার মেঘলা দিনের বৃষ্টি,
তুই আমার কল্পনার নব নব সৃষ্টি।

যদি আমার বক্ষ বিদীর্ণ হয় ,
কিংবা হয় অন্য পরিণয় !

যদি সে ভাগ্যে না রয়!
আমার মনে করলেই কি আমার হয়?
তবে তাকে হারানোর মিছে কেনো ভয়?

মন কি মানে কভু মনের সীমানা ?
খুজে চলে তোর  মনের ঠিকানা,
না মন মানে না, মন মানে না।!