মন খারাপের ঢেঁউ
__________


মন খারাপের ঢেঁউ
বুঝত যদি কেউ,
হতো না তবে নৌকো ডুবি,
হতো না কেউ নীরব ছবি !

মাঝি যদি বুঝতো,
যদি চাঁদের আলো খুঁজতো!

হৃদয় নামক উত্তাল সাগর,
বুঝতো তবে সবার কদর।

মন খারাপের ঢেউ
এই শহরে বুঝতো যদি কেউ,

এলো মেলো কেশে,
সন্ন্যাসিনী বেশে,
রাজপথে তবে
থাকতো না আর কেউ !

মনের পরিধি নির্ণয়ের
থাকতো যদি সূত্র!

নয়ন যুগল হতো না
তবে অশ্রু সিক্ত।।


মন খারাপের সুর,
যদি যেতো ভেসে বহুদূর,

তোমার কাছে পাঠিয়ে দিতাম ,
একটি অপূর্ণতার গান!


পাঠিয়ে দিতাম ,
বিরোহিনী রাই এর কলতান !