ঐ উপরে মনের ঘরে বন্দি আছি আমি,
আমায় কি মুক্ত করতে পারবে তুমি?
যদি খুলতে পারো আমার মনের তালা
জুড়াবে তবে আমার সকল প্রানের জ্বালা !
মনের তালা খুলতে যদি না ই পারো সখা ,
কেন তবে এ মনে অঙ্কন করেছিলে প্রেমের রেখা?
সব কি শুধু ছলনা আর মিথ্যে অভিনয়?
যদি তাই হয় তবে ক্ষমা তোমার প্রাপ্প নয় !
ঐ মনের ঘরের তালার চাবি নেই তো কারোর জানা !
তাই তো এখনো সেথায় কেউ দেয়নি হানা !
ঐ বন্ধ ঘরে একাকী আমি বড়ই অসহায় !
গুনছি আমি প্রহর মুক্ত হওয়ার আশায় ।
মুক্ত হয়ে ঘুরবো আমি সকল দেশ জুড়ে,
গাইবো আমি মনের গান প্রেম রং এর সুরে ।।