গন্তব্যহীন পথে চলতে চলতে
মাঝে মাঝে খুব ইচ্ছে করে
নিরুদ্দেশ হয়ে যেতে।

খুব ইচ্ছে করে হারিয়ে যেতে
চেনা মানুষ, চেনা শহর
পুরোনো ঠিকানা  সব কিছু থেকে বহু দূরে।

মায়া, আবেগ, পিছুটান,
ভুলে সব মান অভিমান,
এক অনুভূতি হীন হৃদয়হীনা শহরে।


বহু দূরে, একাকী নির্জনে
ইচ্ছে করে তলিয়ে যেতে সমুদ্রের গর্জনে …

যেখানে অশ্রু নামক সুনামি ধেয়ে আসে বক্ষ উপকূলে
ঝড়ের বেগে চিৎকার করে বলে -

-” আমি বাঁচতে চাই, তোমরা আমায় বাঁচতে দাও,
আমি বাঁচার মত বাঁচতে চাই……”

তোমার শহরের এক কোণে দেবে কি আমায় ঠাঁই??


নিয়মে বাঁধা জীবনের গণ্ডি থেকে বহু দূরে
শিকল বিহীন পাখির মতো আকাশের বুকে উড়ে ,
ইচ্ছে করে  হারিয়ে যাই
অজানা অচেনা জনমানব শূন্য শহরের অলিতে গলিতে ।

ভূমিকম্পে যখন কেঁপে উঠে হৃদয়,
রিখটার স্কেল -ও তখন তীব্রতা মাপতে ব্যর্থ  হয় !

ঝড়ে যখন লন্ডভন্ড হয়ে যায় হৃদয়ের চোরা কুঠুরি
তখন  ইচ্ছে  করে হতে সময়ের প্রহরী..

অনেকটা ঠিক বক্র পথের পথিক পাগলের মতো
না থাকবে কোনো টেনশন, দুশ্চিন্তা,
না থাকবে কোনো স্বপ্ন , আবেগ,  কিংবা ভালো বাসা !