মানবিকতা

  পূজা চক্রবর্তী

মানবিকতা ই প্রকৃত ধর্ম
মানুষের জন্য ধর্ম।

ধর্মের জন্য মানুষ  নয়,
কেনো তবে অকারণ হানাহানি হয়?

বিনা দোষে দোষী অভিযুক্ত!
এটাই কি তার শাস্তি উপযুক্ত?

দোষীরা সব বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়,
নিরপরাধী বিনা দোষে  শাস্তি পায়।

ধনীরা সব বিলাসিতায় জীবন  কাটায়,
গরীবের জীবন কাটে  রক্ত স্রোত ভাটায়!

এটাই কি মানবতা?এটাই মানবিকতা?