ওগো মা বিপদ নাশিনী,
তোমায় শত কোটি প্রমাণ জানাই আমি।

মা গো , সেই শক্তি দাও মোরে,
যেনো সফল হতে পারি মানব রুপি অসুর সংহারে।

জয় মা দুর্গা মহিষাসুরমর্দিনী,
কৃপা করো মা গো দয়া ময়ী,আমি অতি অভাগিনী।

জয় মা দুর্গা, জয় মা কালী, জয় মা আদ্যাশক্তি মহামায়া
তুমি সতি,তুমি পার্বতী,না না রূপে ধরেছো যে কায়া,

তুমি কৈলাস ও নিবাসী  শিব জায়া
ত্রিভুবন সংসার সকলি তোমারই মায়া।