লোকে বলে " দেমাক ভারী "!
______________________


আকাশ - পাতাল দূরত্ব হোক!
তবু ভালো থাকুক সবাই,
ভালো থাকার থাকার অভিনয়ে ,
সেরা অভিনেত্রী সর্বদাই ।।

মনভোলা নয়কো আমি!
নয়কো অহংকারী,
সবই থাকে স্মৃতিপটে,
তবু লোকে বলে ,  "দেমাক ভারী " !


কি চাই ? কি পাই
কেনো করি পাগলামী!
এসবের হিসেব নিকেশ,
জানে কেবল অন্তর্যামী ।।

লোহার পুতুল নয়কো আমি!
বেদনা আমারও হয় !

অশ্রু জলে নয়ন ভারী,
অন্তরালে অজানা সংশয় !


বন্দী করতে চাইলে বারংবার,
ভেঙে চুরমার হবে তোমার কারাগার !

বাধ্য করতে চাইবে যত,
আমি হবো ততই অবাধ্য

লোহার বেড়ি  পরাবে আমায় !
আছে কার সাধ্য  ?

খোলা আকাশের পাখির মতোই  চাই হতে মুক্ত!
হৃদয় খানা থাকুক কেবল পাষাণ সম শক্ত !