মনকে  করেছি বন্দী গভীর চিন্তা দিয়ে,
তবুও মন পালিয়ে যায় ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে।

ইচ্ছের পায়ে দিয়েছি দড়ি ,
মনের সাথেই মনের আরি!

এ এক নতুন রূপে নতুন সাজে ,
চোখের জলে বালিশ ভেজে !
ভেজে না তবু তোমার মন,
এরই নাম বুঝি জীবন?


আমার লোহার খাঁচায় সোনার পাখি
আমি কেমনে তারে ধরে রাখি?
যা পাখি যা উরে যেথা চায় তোর মন,
আমায় না হয় ভুলে থাকিস সারাজীবন।