কৃষ্ণপ্রেমী
কলমে_পূজা চক্রবর্তী

নাহি দিবা নাহি নিশি,
শুনি তে পারি অহর্নিশি,
শ্যামের ঐ বাঁশি,
আমি তারে ভীষন ভালোবাসি।

শুনি শ্যামের সেই  মধুর বাঁশির সুর,
কেটে যায়  ভরদুপুর।

তুমি মম প্রাণ নাথ,তুমি মম জীবন,
তোমা বিনা বৃথা মম এই জনম।
  কৃপা করি একবার দেখা দাও ওহে প্রাণনাথ,
পূরণ করো প্রভু এই ভক্তের মনের সাঁধ।