কলি যুগের ললনা
পূজা চক্রবর্তী
বীর নেতাজীর জন্মের একশো চার বছর নয় মাস দশ দিন পরে
জনঅম হল তোমার একটি ছোট্ট কূড়ে ঘরে
যবে হল ষোলো বছর পূরন
ঘনিয়ে এসেছে বুঝি মরন?
যম রাজ এসেছিল করিতে তার প্রাণ হরন
ফিরে গেল মুগ্ধ হয়ে ,দেখে তার গুনের ধরন
ও তার রূপে গুনের নাই তুলনা
সে এই কলি যুগের ললনা
তবু ও সে জানে না তো ছলনা
তাই জীবনের সব সাঁধ তার পুরন হল না ...