ও হে যমরাজ  আমি হব ধন্য
যদি পাই তোমার নেমন্তন্ন!


অসহ্য এ দুর্লভ একাকী জীবন
প্রফুল্ল চিত্তে করিব মৃতু বরন !


জীবনর মায়া ত্যগ করে আপন মনে
আমি রাজি যেতে তোমার সনে


অবিশ্বাস আর সন্দেহ ছাড়া কি ই বা আছে এ জীবনে ?
পরে আছি একা এই বিচিএ্ ভূবনে !


অপেক্ষায় আছি তোমার নিমতন্নের
কবে হবে অন্তিম মম এ জীবনের? ...