জানি দেখা হবে
বর্ষ শেষে নবীন প্রাতে,

তবুও নীরব রবে,
অভিমানের স্রোতে।।

জানি দেখা হবে
নয়নে নয়নে হবে কথা,

বিচ্ছেদের শহরে মুক্ত হবে
  মনের গহীনে থাকা সুপ্ত ব্যথা।।


জানি দেখা হবে,
  তোমায় দেখার কৌতূহলে,

হৃদস্পন্দন দ্বিগুণ হয়ে,
   তোমায় খুঁজে সুকৌশলে।।

এলোমেলো শব্দেরা যখন
      পায় না খুজে বাক্য,

আমিও তখন ব্যস্ত থাকি
    লেখার ছলে কাব্য।।

জানি দেখা হবে
   হোক , হোক তবে তাই,

অপেক্ষার অবসান হবে
  আক্ষেপ তাতে নাই।।


জানি দেখা হবে
  শূন্য স্থান হবে পূর্ণ ,

ক্ষত স্থানে পড়বে প্রলেপ
     জীবন হবে ধন্য।।