হারিয়ে যাওয়া স্মৃতি
কলমে_পূজা চক্রবর্তী
তুমি ছিলে বামে,আমি ছিলাম ডানে,
তোমার সকল কথাই বাজত আমার কানে।
আজ তুমি আছো দক্ষিণের শিখরে,
আমি আজও উত্তরের জানালার ধারে।
হয়তো তুমি গেছো ভুলে আমায়,
কিন্তু আজও তুমি রয়েছ আমার গভীর ভালোবাসায়।
ওগো প্রিয় আজও তুমি আছো আমার অন্তরে,
পেয়েছ খুঁজে কিছু?অশ্রু জলের ভিতরে।
বোঝনি তুমি আজও আমার এ মন,
শুধু দেখে গেলে নাটক ,বুঝলে না এ জীবন!
চোখের কোণে জল দেখে পায় যে হাসি,
এই অশ্রু জলের মাঝে আজও তোমায় ভালোবাসি।
হায় রে বিধি ! জীবনে মরণে দুঃখ যে আমার সাথী,
তাই নিভে গেলে আজ আমার জীবন নামক প্রদীপের বাতি।