গ্রাম
পুজা চক্রবর্তী

শহরে গিয়েছিলাম ,ফিরে এসেছি

শহর টা কেমন যেনো,বড্ড ঘিচিমিচি

সেখানে নেই স্নিগ্ধ শীতল হাওয়া
নেই তেমন পশু পাখিদের আসা যাওয়া

আমার কাছে গ্রাম ই বড্ড ভালো
তার সে গ্রামের মানুষ হোক না কালো