গোধূলী বেলায়
____________________
আমাদের আর একটি বার দেখা হোক, গোধূলী বেলায়!
আর একটিবার দেখা হোক,বিরহের মেলায় !
একটি গোধূলী বেলা হোক ,
আমাদের আর একটিবার দেখা হোক।
সূর্যাস্তের রক্তিম আভা ছড়িয়ে পড়ুক,
রোগা শালিখের কলতান স্তব্ধ হোক!
আমাদের আর একটি বার দেখা হোক।
আমাদের একত্রে কেবল মাত্র সাতটি পা হাটা বাকি!
আমাদের আর একটি বার দেখা হওয়া বাকি,
আর একটি বার নয়ন পানে চেয়ে,
তোমার হাসি মুখটি দেখা বাকি !
আর কত কাল দেবে আমায় ফাঁকি!
আমাদের যে আর একটি বার দেখা হওয়া বাকি !
তোমার নামে শিউলি ফুলের মালা গাঁথা বাকি !
কৃষ্ণচূড়ার গাছে দুজনার নাম লেখা বাকি !
তোমায় একবার নাম ধরে ডাকা বাকি !
বৃষ্টিতে ভেজা বাকি ,
সোনালী রোদের আলোয় তোমার গান শোনা বাকি!
অবশেষে তোমায় " ভালবাসি " বলা বাকি !
উপন্যাসের শেষ অধ্যায়ে তোমায় বর্ণনা করা বাকি!
কত কিছুই না বাকি রয়ে গেলো!
উপন্যাস শেষ হলো, তবু ও আমাদের কাহিনী অসমাপ্ত রয়ে গেলো!