তোমার আমার দ্বন্দ্ব ,
শিউলি ফুলের গন্ধ ।
কুয়াশা ভেজা ভোর,
সম্পর্কের জোর।
ছোট্ট ছোট্ট আবদার,
নেই কোনো অধিকার!
সময় হয়েছে যাইবার !
হৃদয় মাঝে আছে কি তৃপ্তি ?.
নেই বুঝি কোনো যুক্তি !
তবে কি এখানেই সমাপ্তি?
কত ছিলো শখ।
আজ সবই ব্লক !
উঠোনে ছড়িয়ে ছিটিয়ে
শুকনো পাতা,
কেউ বুঝতেই চায়নি
হৃদয়ের ব্যথা !
কুয়াশা ভেজা ভোরে
আমি তোমার দুয়ারে ।
আমায় ফিরিয়ে দিলে
এক বুক অবহেলে !
আমিও গেলাম চলে
তোমায় ভুলবো বলে !
তারপর পেরিয়ে গেলো
বছর কুড়ি
তোমার মতো আমিও
বেধেছি নতুন জুড়ি।
হঠাৎ যখন হলো দেখা
তোমার চোখে অশ্রু রেখা।
মনে পড়ে কৃষ্ণচূড়ার ফুল?
ছোট্ট ছোট্ট ভুল ?
গোলাপী কানের দুল ?
মনে পড়ে প্রথম দেখা ?
লাগছে কি ভীষণ একা?
হৃদয়ে আজও তোমার ছবি আঁকা
কেবল দুটি পথ দুই দিকে বাঁকা !