লড়াই
   ____________


আর কতকাল অনাহারে থাকবো মোরা বল?
আর কতকাল মোদের সঙ্গে করবি তোরা ছল?

আর কত কাল অশ্রু জলে ভিজবে মোদের বক্ষ ?
মোদের দমিয়ে রাখা ই কি তোদের লক্ষ্য ?

আর কতকাল স্বপ্ন দেখিয়ে মারবি বুকে ছুরি ?
বন্ধু বেশে আজও তোরা , এই সমাজের অরি।

আর কত রজনী মোদের হবে নিদ্রাহীন?
এভাবে মোরা আর বাঁচবো কতদিন ?

আর কত কাল স্বাধীন হয়েও রইবো পরাধীন ?
   পিতার ঘাড়ের বোঝা হয়ে আর রইবো কতদিন ?

আর কত কাল মোদের পেটে মারবি তোরা লাথি?
একবার মোরা যদি হয়ে যাই দেশলাই কাঠি।

তখন পাবি কি খুজে পালানো পথ ?
উল্টে যাবে তোদের  সুখের সাজানো রথ।
            
    মোরা জীবন্ত লাশ সম বেকার যুবক যুবতী ,                                            নই মোরা হেরে যাওয়ার পাত্র পাত্রী

সকলই হারিয়েছি মোরা, মোদের কিসের ভয় ?
         ছিনিয়ে আনবো জয়, নেই কোনো সংশয়।


    লড়াই মোদের নিত্য সঙ্গী, নুন ভাতে কাটে দিন
     কাটে বেলা কাটে প্রহর, ফিরবে কবে সুদিন?