দেখতে দেখতে কলেজ লাইফ শেষ!
শিক্ষা জীবনের প্রায় শেষ পর্যায়ে !
তবুও শিখছি,
এখন শিক্ষক হলেন সময় এবং পরিস্থিতি।
শিক্ষা প্রতিষ্ঠান - জীবন !এখানে পাস করা বড্ড দায়!

তুমি যতই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হও,
তুমি শিখতে শিখতে ক্লান্ত হবে,
মাঝে মাঝে মনে হবে , ছেড়ে দেই !
কিন্তু ছাড়তে পারবে না !
সময় তোমার পায়ে লোহার শিকল পরিয়ে দিয়েছে !

এই শিক্ষার কোনো ইতি নেই,
কোনো সার্টিফিকেট নেই!
তবুও তোমাকে শিক্ষতেই হবে ।।

এই শিক্ষার প্রথম অধ্যায় -
মেনে নিতে, এবং মানিয়ে নিতে শেখা ।।

দ্বিতীয় অধ্যায় এর মূল বিষয় -
সং সেজে সংসার করার নিয়মাবলী!

তৃতীয় অধ্যায় এর আলোচ্য বিষয় -
মানুষ চেনা ! এবং মানুষের মনের অলি গলি!
সেও বড্ড কঠিন !

শেষ নিঃশ্বাস পর্যন্ত , শিখতে হবে, পরীক্ষা দিতে হবে !
এই পরীক্ষার কোনো ফলাফল নেই, তবুও কোনো ইতি নেই ।

লেখিকা - পূজা চক্রবর্তী