তোমারা আমায় বলতে পারো ?
দোষ কি তাদের?
টাকার অভাবে মাস্ক নেই যাদের।

কেনো তাদের মাঠে ঘাটে  কিংবা বাজারে
অপমানিত হতে হয়?
তারা কি মানুষ নয়?

যে অসহায় ব্যাক্তি  
পেটের জ্বালায় ব্যাঙ্কে যায়
ভাতার টাকা তুলতে,

মাস্ক নেই বলে শূন্য হাতে
বাড়ি ফিরতে হয় পুলিশের লাঠির্চাচ আর ধমকানিতে।

জানি করোনা আজ হয়েছে মহামারি,
শুধু জলই ফুটছে চাল শুন্য আজ গরীবের ভাতের হাড়ি।

গরীবকে এাণ দিয়ে ছবি তুলে এান নেওয়া হচ্ছে কেড়ে,
এরই নাম বুঝি মানবের পরম ধর্ম মনূষ্যত্ব বোধ তাই না রে?

পৃথিবী যে দিন হবে করোনা শূন্য,
সেই দিন জীবন হবে ধন্য।।