প্রেমের  আঙিনায়

____________________

স্মৃতি গুলো থেকে যায় ,
ভীষণ দোটানায়!
প্রেমের আঙিনায়।

সহস্র বছরের অপেক্ষায়,
মরুভূমির মরিচিকায়!


স্মৃতি গুলো থেকে যায়,
সৌম্য কল্পনায় ,
কিংবা নীরব যন্ত্রণায়!


স্মৃতি গুলো রয়ে  যায়,
বেদনাময় অপূর্ণতায়!


স্মৃতি গুলো থেকে যায় ,
আবেগী দোটানায়!
অভিমান কিংবা অনুশোচনায়।

স্মৃতি গুলো থেকে যায়,
প্রেমের উষ্ণতায়,
রিখটার স্কেলের তীব্রতায় !

স্মৃতি গুলো রয়ে যায়,
অমরত্বের গভীরতায়,
ফিরে আসার প্রত্যাশায় ।


স্মৃতি গুলো রয়ে যায় ,
প্রেমের সাধনায় ,
কিংবা বিরোহিনীর যবনিকায় !