ঠোঁট যবে স্তব্ধ হবে নয়ন হবে নীরব,
তখন শুধু উঠবে " হরিবল ,হরিবল" রব।
কর্মেন্দ্রিয় সহ সকল ইন্দ্রিয় হয়ে যাবে অচল,
নিঃশ্বাস প্রঃশ্বাসও থাকবে না আর সচল।
চিতার আগুনে উঠবে যখন আমার এ দেহ!
হয়তো অশ্রুজলে বিলাপ করবে কেহ কেহ!
জীবনের মায়া,শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাবো চলে ঐ ওপরে ,
তখন আর সাধ্য কার ? আমায় ধরে ।
যখন আমার দেহ চিতার আগুনে ভস্ম ,
তুমি কিন্ত নিজেকে ভেবো না একেবারে নিঃশ্ব।
ও বন্ধু অশ্রু যেন না আসে তোমার নয়নে,
জানি রয়েছি আমি তোমার শয়নে স্বপনে।
বন্ধুত্বের ভালোবাসার ভালোলাগার সকল স্মৃতি হৃদয়েতে তুলে,
হাসিমুখে বিদায় জানিয়ো আমায় রজনীগন্ধার ফুলে!