যারা বাঁচতে চায়,
যাদের মৃত্যুর কথা ভাবলেই চোখের কোনে জল আসে,
যারা এই পৃথিবীর মায়ায় আসক্ত!
সর্বাগ্রে তারাদের ভগবান তুলে নেন!
যাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে
হাজার হাজার চোখে আসে জল,
যাদের সবাই ভালোবাসে!
নিষ্ঠুর বিধাতা তাদেরই সর্বাগ্রে কেড়ে নেন।!
অথচ যাঁরা, ঈশ্বরের চরণে প্রতিটা মুহূর্ত
নিজের মৃত্যু কামনা করে,
যারা মাথা খুঁটে মরে,পাথরের মূর্তির পায়ে!
কেবল মৃত্যু চেয়ে !
ভগবান তাদের আয়ু প্রদান করেন।
যাদের এই পৃথিবীর প্রতি কোনো মায়া নেই,
যারা ভালবাসতে জানে না, যারা ভালো বাসতে চায় না!
যাদের কেউ কখনো মিস করে না!
যাঁরা নিরুদ্দেশ হয়ে গেলেও ,কেউ জানতেও পারে না,
ঈশ্বর তাদের বাঁচিয়ে রাখেন !
তিলে তিলে কষ্ট দিয়ে মারবেন বলে ?
এমন মানুষ ও দেখছি, 90 ঊর্ধ বয়সে এসেও
একটু অসুস্থ হলেই মৃত্যুর ভয়ে কেঁদে ভাসায়!
তাদের কাছে এই পৃথিবী সুন্দর, মায়াময়,
তাদের কাছে এই জীবন মানে ; কেবল সুখের খেলা।
আবার এমন মানুষ ও দেখেছি, 19 বছর বয়সেই ঈশ্বরের প্রতি একরাশ অভিমান নিয়ে বলে
- ভগবান যে কেনো আমায় বাঁচিয়ে রেখেছে !
কি অদ্ভুত না! আমারা যা চাই, তা কখনোই পাই না!
আবার যা পাই , তা কখনোই চাই না !
না চাইতেই পেয়ে গেলে তার মূল্য দিতে জানি না!