প্রিয়া, একটুখানি কথা ছিলো যে,
সে এখন থাক, সময়ের অভাব!
এখনো কি রাগ ?
অবহেলা সইতে পারি না যে!

সত্যি করে বলবে ?
মিথ্যে বললে চলবে ?
আজও বাসো  ভালো ?
তোমার শহরের আলো ?

কষ্ট হয় বুঝি ?
সে কি আর খুঁজি ?

তাহলে কি যায় আসে ?
আজও চাও পাশে ?
হৃদয় মাঝে……
নতুন সাজে ?

এলোমেলো কেশে ,
বহুরূপী বেশে ?

একটু হবে সময় ?
মিনিট দুয়েক অপচয় !

একটুখানি হাত বাড়াবে ?
বহ্নি দগ্ধ হতে ?

কেবল স্পর্শ পেতে,
প্রতিশোধে মেতে ?

আছে কি তোমার হুস ?
অনুভূতিহীন মানুষ !
সেই তো ভালো, জলন্ত ফানুস!