"বিশ্বসের ফল"
কলমে_পূজা চক্রবর্তী
মূখে হাসি চোখে জল,
এটাই বিশ্বাসের ফল।
কয়েক টি স্মৃতি,
আর প্রেমর নীতি।
ও রে ও সখি কি বলবি বল,
মন করছে আনচান,চোখ ছলছল।
কেন কর বর্ষন ও হে নয়ন জল,
সব তো তোমার ই কাজের ফল।
প্রেম ভালোবাসা সর্বদাই ছল,
নয়ন জল তোমারই বিশ্বাসের ফল।