ওহে বীর নেতাজি আজ তোমার শুভ জন্ম ক্ষণে,
আমরা ভারত বাসি নিচ্ছি তোমায় স্মরণে।

1897 সালে 23 এ জানুয়ারি উড়িষ্যার কটক শহরে,
জন্ম তোমার মাহী নগরের  বসু পরিবারে।

তোমার পিতা জানকী নাথ , মাতা প্রভাবতী,
অসংখ্য স্বশ্রদ্ধ প্রণাম জানাই তোমাদের প্রতি।

দেশ বন্ধু চিত্তরঞ্জন এর যোগ্য  শিষ্য  তুমি,
রক্ত দিয়েই স্বাধীন করলে আমাদের ভারত ভূমি।

"তোমরা আমায় রক্ত দাও ,আমি তোমাদের স্বাধীনতা দিবো" _ তোমার বাণী.
আমরা ভারতবাসী তোমার আদর্শ আজও মনে প্রাণে মানি।

তুমি আমাদের অসীম সাহসী নেতা,
আমাদের জীবন যুদ্ধের অনুপ্রেরণা দাতা।

তুমি সেই মহান সাহসী শ্রেষ্ঠ দেশ প্রেমী,
তোমার চরণে শত কোটি প্রণাম জানাই আমি।