মন তো নয় , যেন মরুভূমির ধূ ধূ প্রান্তর,
মানুষ তো নই , আমি লোহার যন্তর'!
সংগোপনে অশ্রুজল,
তবু ঝরে অবিরল!
দু নয়নের অবিরাম বারি
ধরিতে আর নাহি পারি!
চোখ করে ছল ছল
মনেতে আর নাহি কো বল!
লড়াই আজ গেছে থেমে
সময়ের জ্যামে!
দিবানিশি হৃদয় করে হাহাকার
সহিতে আর নাহি পারি ,তোমাদের রূঢ় ব্যবহার!
মানুষ বুঝি বেচেঁ রয়
কেবল দেহে থাকিলেই প্রাণ?
আহা ! কি নিদারুণ বিধির বিধান !!!
✍️পূজা চক্রবর্তী