সময়ের সাথে চেনা মানুষ গুলো
বড্ড অচেনা হয়ে যায়,
চেনা মুখগুলোই একসময়
বড্ড বিরক্তির কারণ হয়ে দাড়ায়।

হারিয়ে গেলে তো তবু  খুঁজে পাওয়া যায়,
কিন্তু বদলে গেলে তাকে খুঁজে পাবে কোথায়?
বদলে গেছে সময়  , বদলে গেছো তুমি!
কিন্তু প্রিয় আজও বদলাতে পারিনি আমি!


বদলে গেছে প্রাণের আবেগের মানুষ,
জীবনটা হয়তো এমনই এক জ্বলন্ত ফানুস।

আমার ঠোঁটে ফুটলে হাসি তোমার মনে প্রশ্ন জাগে?
তোমার মুখে হাসি ফুটলে
আমার মনে তৃপ্তি আসে সবার আগে।

আমার জীবনের প্রতিটি নিঃশ্বাস,
কেবল তোমারই প্রতি অফুরন্ত বিশ্বাস।

বিদায়ী বিদায় নিতে এসেছি এবার,
ভুলে গিয়ে পুরনো সব আবদার।
তোমার সাথে আর হবে না দেখা!
এটাই কি বিধাতার পরিহাস,হয়তো বিধির লেখা?