তুমি আছো তোমার মতো,
আমি ও আছি আমার মতোই।

আমাদের দেখা হয় না, প্রায় বছর কয়েক,
ভালোবাসি বলা হয়নি প্রায় দিন শয়েক।

যদিও তুমি সুখেই আছো, তোমার প্রেমিকার সনে,
আমি আছি কণ্টক শয্যায়, বিরহ কাননে।

তোমার নয়নে আমার প্রতিবিম্ব দেখা হয়নি বহুকাল হলো।
সেই নয়ন মুগ্ধ,তোমার প্রেয়সীর নয়নে , কাজল  কালো  ।।

বহুদিন হয়নি তোমায় , নয়ন ভরে দেখা!
এ চোখে আজ অশ্রু জলে, আবছা ,সবই সরল রেখা ।


আমার সুখে , আমি এই বাধা,
লোকে আমায় বলে পাগলিনী গাধা !