আঁধার ঘিরিল মোরে কোথা যাই বল?
কে দিবে পথ দেখাইয়া? কে দিবে বল?

তোদের কাছে বললে কথা হবে উপহাস,
  সেই জন্যই মনের কথা করি না প্রকাশ,

সেই হতে জ্বলন্ত অনলে করি আমি বাস।।
আমি  কাঁদিবো যার কাছে,

    সেকি আছে মোর কাছে?
     কার কাছে  কাঁদিয়া জুড়াবে জীবন?

            দুঃখ অনলে মন করিছে দাহন।
    সুখী কভু কি বুঝিবে দুঃখী জনের মন?