আমারা দুজন
পুজা চক্রবর্ত্তী
নির্জন দুপুরের, শান্ত আকাশ
মৃদুমন্দ বহিছে বাতাস
কালো মেঘ করিছে গর্জন
রিমঝিম শব্দে পড়িছে বর্ষন,
এমন সময় হঠাৎ মনে পরে
আজ চোদ্দটি বছর ধরে
তুই ই তো আমার খেলার সাথী
হেসে খেলে নেচে গেয়ে
একসাথে কাটিয়েছি পিতার আশ্রয়ে
ঝগড়া মারামারি আর খুনসুটিতে
কতো মজা করেছি আমরা দুটিতে
আনন্দ আর খুশি ঝড়ুক রাশি রাশি
যতদিন থাকবে চাদের মিষ্টি হাসি
আয় আজ হাতে হাত রেখে বলি আমারা দুজন
তুই আমার দিদি আর আমি তোর আদরের বোন।