আমি সেই মেয়ে
কলমে__ পূজা চক্রবর্তী
একটি বার দেখো দেখি চেয়ে,
আমি কি সেই মেয়ে?
যাহার ভালে রয়েছে চিন্তা রাশি,
তবুও মুখে ভারি মিষ্টি হাসি।
শত কষ্ট যাহার চোখে অশ্রু ঝড়াতে নাহি পারে,
সেই মেয়ে কারো নাহি ধার ধারে।
যাহারে তোমারা করেছ হাজার ও অপমান,
আঘাতে আঘাতে আজ সে হয়েছে ম্লান।
যাকে স্বয়ং ঈশ্বর সুখ হতে করেছে বঞ্চিত,
নিষ্ঠুর মানব জগতে সে তো হবেই লাঞ্ছিত।
হৃদয়ে চাপিয়া কষ্ট যে করে তোমার বিশ্বাস রক্ষা,
তাকেই কি না তুমি দিলে বিশ্বাসঘাতক আক্ষ্যা?
যে সর্বদা গোপনে তোমারে করেছে সাহায্য,
সেই তুমি কি না কেরে নাও তারই আহায্য?
আজীবন অসূ্স্থতায় সে মৃত্যু কে করেছে জয়,
তাই আজ তার নাহি কোনো ভয়।
দেখো তুমি চেয়ে আমি সেই মেয়ে,
আমি আজও রয়েছি দাড়িয়ে,
তোমার সম্মূখে প্রতিবাদের অস্ত হাতে নিয়ে।